শিরোনাম

পটুয়াখালীতে আ’লীগ নেতাদের জামিন দেওয়ার প্রতিবাদে বিএনপিপন্থী আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

Views: 37

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে একটি মামলায় আওয়ামীলীগের নেতাকর্মীদের জামিন দেওয়ার প্রতিবাদে বিএনপিপন্থী আইনজীবীরা প্রতিবাদ সমাবেশ করেছে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে বার লাইব্রেরীর সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির অন্যতম নেতা অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন, সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফ মোহাম্মদ সালাহউদ্দিন প্রমূখ। বক্তারা, বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আসামীদের জামিন দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন জানান, ২০২৩ সালে কুয়াকাটা পৌর বিএনপি কার্যালয়ে হামলা-ভাংচুর, লুটপাট ও বোমা বিস্ফোরণ করা হয়। এ ঘটনায় গত ২৫/০৮/২০২৪ইং তারিখ বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় কুয়াকাটা পৌর মেয়র মো. আনোয়ার হাওলাদার ও পৌর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অনন্ত মুখার্জীসহ ১৬ জনকে আসামী করা হয়। এসব আসামীরা উচ্চ আদালতে (হাইকোর্টে) জামিনের জন্য আবেদন করলে উচ্চ আদালত তাদেরকে চার সপ্তাহের মধ্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেয়। এ প্রেক্ষিতে ওইসব আসামীরা বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থণা করেন। আদালতের বিজ্ঞ বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশিকুর রহমান আসামী ১৬ জনের মধ্যে কুয়াকাটার পৌর মেয়র আনোয়ার হাওলাদার ও যুগ্ম-সাধারণ সম্পাদক অনন্ত মুখার্জীসহ ১২ জনকে জামিন দেন এবং আসামী কুয়াকাটা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মুজবুর রহমান, কুয়াকাটা পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শহিদ দেওয়ান, কুয়াকাটা পৌর যুবলীগের নেতা মনির শরীফ ও কুয়াকাটা পৌর আওয়ামীলগের ক্রীড়া সম্পাদক ইসাহাক হাওলাদারের জামিন নামঞ্জুর করেন। আদালতের অতিরিক্ত পিপি ও এপিপিগণ আওয়ামীলীগের হওয়ার কারণে আসামীরা জামিনের ক্ষেত্রে এ সুবিধা পেয়েছেন। কিন্তু বিস্ফোরক দ্রব্য আইনের মামলার আসামীরা জামিন পেতে পারে না’।

এ প্রসঙ্গে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) অ্যাডভোকেট মো. হারুন অর রশিদ বলেন, ‘ওই মামলার জামিন শুনানীকালে পিপি, অ্যাডিশনাল পিপি, এপিপি কেউই উপস্থিত ছিলেন না এবং তারা কোনো প্রভাব সৃষ্টিও করেনি। আসামীদের জামিন আইন অনুযায়ী হয়েছে। তাদের (বিএনপিপন্থী আইনজীবী) অভিযোগ সঠিক নয়। তাছাড়া জামিন শুনানীকালে ওখানে শুধু বিএনপিপন্থী আইনজীবীরাই উপস্থিত ছিলেন’।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *