শিরোনাম

লেবাননে ইসরাইলি হামলায় ১৯৭৪ জন নিহত

Views: 18

চন্দ্রদ্বীপ নিউজ :: গত অক্টোবরে হিজবুল্লাহ-ইসরাইল সংঘাত শুরু হওয়ার পর থেকে লেবাননে ১২৭ শিশু ও ২৬১ নারীসহ মোট এক হাজার ৯৭৪ জন নিহত এবং নয় হাজার ৩৮৪ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ এ তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রীর তথ্যানুযায়ী, ইসরাইলি হামলায় বেশ কয়েকটি মেডিকেল সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব হামলায় ৯৭ জন চিকিৎসা ও জরুরি পরিষেবাকর্মী নিহত হয়েছেন।

তিনি আরও উল্লেখ করেন, অনেক হাসপাতাল সরাসরি (ইসরায়েলি) লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এই হামলাগুলো লেবাননের স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ বাড়িয়ে তুলেছে যা ইতোমধ্যে একাধিক সঙ্কটের কারণে প্রচণ্ড চাপে রয়েছে।

মন্ত্রী হাসপাতালে অস্ত্র থাকার বিষয়ে ইসরাইলের অভিযোগ প্রত্যাখ্যান করে জোর দিয়ে বলেছেন, এসব অভিযোগ ভিত্তিহীন।

গত ২৩ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী।

উল্লেখ্য, ২০২৩ সালে ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা করার সময় থেকেই হামলা শুরু করেছে হিজবুল্লাহ। এরপর থেকে প্রায় প্রতিদিনই ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে গুলি বিনিময় চলছে। তবে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটির সাথে এ লড়াই সম্প্রতি তীব্র আকার ধারণ করেছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *