শিরোনাম

টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

Views: 29

চন্দ্রদ্বীপ নিউজ :: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী লিংক রোডে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন।

শুক্রবার (৪ অক্টোবর) সকালে এলাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নান্নু খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী লিংক রোডে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তবে, আহতরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, কালিহাতী লিংক রোডে গত বৃহস্পতিবার রাত ১ টার দিকে একটি বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এতে ঘটনাস্থলেই বাসের ৪ জন মারা যায়। আহত হন অন্তত ১০ জন। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।

এলাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নান্নু খান জানান, খবর পেয়ে নিহত ও আহদের ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। আহতরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে নিহত ৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *