মো:আল-আমিন, পটুয়াখালী : বৃহস্পতিবার রাতে দশমিনা উপজেলা সদরের চর হোসনাবাদ এলাকায় আনন্দ মেলা সিনেমা হল সংলগ্ন পশ্চিম পাশের ভাড়া বাসা থেকে শেফা মণি (১৭) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।
মৃত শেফা মনি (১৭) উপজেলার দশমিনা সদর ইউনিয়নের আরজবেগী গ্রামের কামাল হাওলাদারের মেয়ে। ওই বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকেন। সে দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় পাশ করেছে।
পারিবারিক সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের খাবার খেয়ে প্রতি দিনের ন্যায় শেফা মনি তার রুমে যায়। সন্ধ্যা ৬ টার দিকে ওই কিশোরীর ছোট ভাই সাহাব (১৩) বৈদ্যুতিক লাইট জ্বালাতে রুমে প্রবেশ করে। লাইট জ্বালিয়ে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় বড় বোনকে ঝুলে থাকতে দেখে চিৎকার করে । তার চিৎকার শুনে শেফার পিতা এসে গলার ফাঁসের ওড়না কেটে নিচে নামান। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে রাতে শেফার মনির লাশ পুলিশ উদ্ধার করে ।
দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন তালুকদার জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।