চন্দ্রদ্বীপ ডেস্ক :: ফুটবলার হামজা চৌধুরীকে নিয়ে বড় এক দুঃসংবাদই পেলো বাংলাদেশের ফুটবল ভক্তরা। বাংলাদেশের জাতীয় দলের হয়ে অভিষেকের ক্ষণ অনেকটাই এগিয়ে আসছিলো ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলারের। ইংল্যান্ডের ফুটবল ফেডারেশনের থেকে অনাপত্তিপত্রও পেয়ে গেছিলেন তিনি। পাসপোর্ট থেকে শুরু করে আনুসঙ্গিক যাবতীয় কাগজপত্রের জটিলতার পর্বও প্রায় শেষ। শুধু ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি ও লেস্টার সিটির অনুমোদন মিললেই বাংলাদেশের হয়ে মাঠে নামতে পারতেন তিনি। কিন্তু চোটের ধাক্কায় এখন সে স্বপ্ন বাস্তবে রূপ নিতে বিলম্ব হতে পারে।
অনুশীলনের সময় কাঁধের হাড় নড়ে গেছে হামজার। যার ফলে ঠিক কতদিন মাঠে বাইরে থাকতে হবে তা এখনও জানা যায়নি।
লেস্টার সিটির কোচ কুপার বলেন, কাঁধ নড়ে যাওয়া অবশ্যই বড় একটি আঘাত। আশা করি এটা যেমন ভাবছি ওতটা গুরুতর হবে না। আসলে কিছু করার ছিল না। আমরা এখনও এটা নিয়ে কাজ করছি। কতদিন সে বাইরে থাকবে জানি না। সপ্তাহ নাকি মাস, বলতে পারছি না এখনও।
কোচ আরও বলেন, এটি খুবই স্বাভাবিক কাড়াকাড়ি ছিল, ফাউল ছিল না। কিন্তু দুর্ভাগ্যবশত তার কাঁধ একটি খারাপ পজিশনে পড়ে যায়। আমি তার যাত্রাকে সম্মান করি। সে যে একজন খেলোয়াড় এবং ভালো মানুষ হয়ে গড়ে উঠছে, এটাকেও সম্মান করি। সে খুবই জনপ্রিয়। যেকোনো ক্লাবে এমন খেলোয়াড় থাকা সবসময়ই গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, বাফুফে চেয়েছিলো যাতে নভেম্বরের উইন্ডোতেই হামজাকে বাংলাদেশের ক্যাম্পে পাওয়া যায়। তবে চোটের ফলে সেটি বিলম্বিত হওয়া এখন অনেকটাই নিশ্চিত।