শিরোনাম

বরিশালে দুর্গাপূজা মণ্ডপের ৩টি প্রতিমা ভাঙচুর,ওসি প্রত্যাহার

Views: 15

বরিশাল অফিস :: বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় দুর্গাপূজা মণ্ডপের ৩টি প্রতিমা ভাঙচুর হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার পশ্চিম শ্যামপুর দেউরী বাড়ি সার্বজনীন দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে বলে মন্দির কমিটি ও পুলিশ জানিয়েছে।

মন্দিরের সাধারণ সম্পাদক শংকর দেউরী বলেন, গত রাত দেড়টা পর্যন্ত মন্দিরে ছিলেন তারা। এরপর সবাই গিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে এসে দেখতে পান, দুর্গা, লক্ষ্মী ও কার্তিক প্রতিমার মাথা ভেঙে ফেলা হয়েছে।

শংকর দেউরী বলেন, গত ১১ বছর ধরে এ মণ্ডপে পূজা হয়। এই প্রথমবার এ ধরনের ঘটনা ঘটেছে। তবে পূজার আগে পুনরায় প্রতিমা তৈরি সম্ভব হবে। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করবেন না বলেও জানান।

এদিকে, বরিশালের ডিসি, সেনা ক্যাম্প কমান্ডারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনার পর বাকেরগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলামকে সরিয়ে থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বরিশাল বাকেরগঞ্জ থানার ওসির দায়িত্ব পাওয়া গোলাম মোস্তফা বলেন, তিনটি প্রতিমা ভাঙচুর হয়েছে। এর মধ্যে একটির মাথা ভেঙে পায়ের কাছে রাখা হয়েছে। আরেকটির মাথা ভেঙে ঝুলিয়ে রাখা হয়। অন্যটির হাত ভেঙে ফেলা হয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারে অভিযান চলছে ।

বরিশালের পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, বিষয়টির অনুসন্ধান ছাড়া নিশ্চিত কিছু বলা যাবে না। মণ্ডপ কমিটির প্রতি আমাদের নির্দেশনা ছিল, সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক রাখার। কিন্তু তারা রাখেনি। এক্ষেত্রে মণ্ডপের কর্তৃপক্ষও দায় এড়াতে পারে না।

বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেছেন, আসন্ন শারদীয় দুর্গাপুজা উদযাপনে কোনো ধরনের নাশকতা করলে ছাড় দেওয়া হবে না। ফেসবুকে কেউ ধর্মীয় আপত্তিকর পোষ্ট করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *