শিরোনাম

মিত্ররা ইসরাইলের সাথে ‘যুদ্ধে পিছ পা হবে না’: ইরান

Views: 26

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা শুক্রবার এক ব্যতিক্রমী ভাষণে দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, এই অঞ্চলের চারপাশে তাদের মিত্ররা ইসরাইলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। কারণ, তিনি তার শত্রুর বিরুদ্ধে তাদের দেশের ক্ষেপণাস্ত্র হামলাকে রক্ষা করেছেন।

ইসরাইলের ওপর ইরানের দ্বিতীয়বারের মতো সরাসরি হামলার পর তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনি এই ভাষণ দেন। তেহরানসমর্থিত হিজবুল্লাহ যোদ্ধা এবং ইসরাইলি সৈন্যদের মধ্যে গুলি বিনিময় লেবাননে সর্বাত্মক যুদ্ধে পরিণত হওয়ার পর এটিও তার প্রথম ভাষণ।

গাজা উপত্যকায় চলমান যুদ্ধের সূচনাকারী ইসরাইলের ওপর হামাসের গত বছরের ৭ অক্টোবরের হামলার প্রথম বার্ষিকীর আগে দেয়া বক্তৃতায় খামেনি ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধাদের ‘যৌক্তিক এবং আইনি’ পদক্ষেপের পক্ষে রয়েছেন এবং ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে তার ‘ভয়ঙ্কর প্রতিরক্ষা’র প্রশংসা করেছেন।

হামাসের নজিরবিহীন হামলার ফলে ১,২০৫ জন ইসরাইলি নিহত হয়। হামাসের এই হামলা বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে। কিন্তু মধ্যপ্রাচ্যের চারপাশে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিশেষ করে লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হাউছি বিদ্রোহীদের সমর্থন আদায় করেছে।

হিজবুল্লাহ শনিবার দিনের প্রথম দিকে বলেছে, তারা লেবানন সীমান্ত এলাকায় ইসরাইলি সৈন্যদের সাথে চলমান সংঘর্ষে জড়িত ছিল। ইসরাইলি সৈন্যদের পিছু হটতে বাধ্য করেছে।

:ইসরাইলি সেনাবাহিনীর আরবি-ভাষার মুখপাত্র আভিচায় আদ্রাই এলাকার বুর্জ আল-বারাজনেহ আশপাশের কিছু অংশের বাসিন্দাদের সরিয়ে নেয়ার জন্য সতর্ক করার পর এএফপি সংবাদদাতারা শনিবার ভোরে বৈরুত শহরের দক্ষিণ শহরতলিতে ধারাবাহিক বিস্ফোরণের শব্দ শুনেছেন।

জর্ডান ও বাহরাইন হামাস এবং হিজবুল্লাহর প্রতি সমর্থন প্রদর্শনের জন্য জুমার নামাজের পর ভিড় জমায়। যদিও উভয়ের সাথে ইসরাইলের সম্পর্ক রয়েছে।

জর্ডানের রাজধানী আম্মানে বিক্ষোভকারীরা ৭ অক্টোবরের হামলার ‘গৌরব এবং মর্যাদা’র প্রশংসা করে পোস্টার বহন করে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *