চন্দ্রদ্বীপ ক্রীড়া :: ভারতের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। ব্যর্থতা ভুলে এবার সাদা বলের ক্রিকেটে মনোযোগী টাইগাররা। আগামীকাল রবিবার গোয়ালিয়রে স্বাগতিক ভারতের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
টেস্ট স্কোয়াডে থাকলেও ৩ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজে নেই অলরাউন্ডার সাকিব আল হাসান। কয়েকদিন আগেই টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়ে দিয়েছেন তিনি। সাকিব জানিয়ে দিয়েছেন, সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেই এই সংস্করণের সবশেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি।
বিশ্বকাপের পর এই প্রথম টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। তবে এবার দলের সঙ্গে নেই সাকিব। ম্যাচটিকে সামনে রেখে গোয়ালিয়রে আজ সংবাদ সম্মেলনে আসেন ব্যাটার তাওহিদ হৃদয়। সেখানেও উঠল সাকিবের দলে না থাকার প্রসঙ্গ।
হৃদয়ের ভাষ্য, ‘আন্তর্জাতিক ক্রিকেটে চাপ সব সময়ই থাকে। সেটা মাথায় থাকলে তো পারফর্ম করা যাবে না। আমাদের প্রক্রিয়া মেনে চলতে হবে, ভালো করার চেষ্টা করতে হবে। আর সাকিব ভাই নেই। অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করব। কিন্তু এখান থেকে একদিন না একদিন সবাইকে যেতেই হবে। আশা করি, আমরা সাকিব ভাইয়ের শূন্যতা ভালোভাবে পূরণ করব।’
সাকিবকে নিয়ে গতকালের সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। সাকিবের ভালো বিকল্প মিরাজ হতে পারবেন বলেও জানান তিনি, ‘সাকিব ভাইয়ের ব্যাপারে যদি বলি, অবশ্যই উনি যেহেতু এত দিন ছিলেন, এখন একটু মানিয়ে নিতে সমস্যা হবে, একাদশ সাজাতে একটু সমস্যা হবে। কারণ, সাকিব ভাই দুই দিক থেকে (ব্যাটিং–বোলিং) ভালো সমন্বয় এনে দিতেন। আমরা মিরাজকে দলে নিয়ে এসেছি। আশা করব, মিরাজ যেন ওই জায়গাটায় দ্রুত মানিয়ে নেয়।’