শিরোনাম

বরিশালে ভূমি অফিসে ঝুলছিলো সার্ভেয়ারের মৃতদেহ

Views: 36

বরিশাল অফিস :: বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) অফিসের সার্ভেয়ার জসিম উদ্দিন খানের (৪৬) ঝুলন্ত মরদেহ।

রবিবার (৭ আগষ্ট) দিবাগত রাত ৯ টার দিকে দিকে নিজ অফিস থেকে উদ্ধার করেছে বাবুগঞ্জ থানা পুলিশ।

মৃত জসিম উদ্দিন বিগত চার বছর যাবৎ ওই অফিসে সার্ভেয়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন,বরিশাল বাবুগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ অলিউল ইসলাম জানান, খবর পেয়ে ভূমি অফিসের তৃতীয় তলার অফিস কক্ষ থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় থানা পুলিশ সার্ভেয়ার জসিম উদ্দিনের মরদেহ উদ্ধার করেন।

প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা মনে হলেও তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে জানিয়ে ওসি আরও জানান, সার্ভেয়ার জসিম উদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য আজ সোমবার সকালে মর্গে প্রেরণ করা হবে।

নৈশপ্রহরী নিখিল জানান, রোববার রাত ৭টার দিকে তাকে হোটেল থেকে ভাত নিয়ে আসার জন্য বলেন সার্ভেয়ার জসিম। খাবার নিয়ে এসে কক্ষ ভিতর থেকে আটকানো পেয়ে ডাকাডাকি শুরু করেন। বেশ অনেকক্ষণ ধরে কোনো সাড়াশব্দ না পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেন।

তবে,প্রাথমিকভাবে স্থানীয়দের ধারনা সার্ভেয়ার জসিম উদ্দিনকে কেউ পরিকল্পিতভাবে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে বিষয়টি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে।

কারণ হিসেবে তারা আরও জানান, সার্ভেয়ার জসিম উদ্দিনের মরদেহ অফিসের নিজ কক্ষের ফ্যানের সাথে ঝুলছিলো। তবে তার পা ছিলো টেবিলের ওপর। ফলে জসিম উদ্দিনের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *