শিরোনাম

গলাচিপায় নবাগত জেলা প্রশাসকের আগমন উপলক্ষে মতবিনিময় সভা

Views: 37

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর গলাচিপায় নবাগত জেলা প্রশাসকের আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমানের সভাপতিত্ব ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মেহেদী হাসান, গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান ও উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ. ছত্তার হাওলাদার, উপজেলা জামায়াতের সভাপতি মো. জাকির হোসেন, ইসলামী আন্দোলনের উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. আবুবকর, উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মো. হাফিজুর রহমান, গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির, গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, এনজেড আলীম মাদরাসার অধ্যক্ষ মো. আব্দুল হাই, গলাচিপা বণিক সমিতির সভাপতি তাপস দত্ত প্রমুখ।

এছাড়াও সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশ রক্ষায় অবরোধ কর্মসূচি বাস্তবায়ন ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। এ সময় জেলা প্রশাসক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত গলাচিপা উপজেলার ৬ শহীদ পরিবারের প্রত্যেককে ১৫ হাজার টাকার চেক প্রদান করেন। সভা শেষে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ডাকুয়া ইউনিয়নে শহীদ সাগর গাজীর কবর জিয়ারত ও ছাত্র আন্দোলনে নিহত উপজেলার সকল শহীদের জন্য দোয়া-মোনাজাত করেন। পরে তিনি কেন্দ্রীয় কালীবাড়ি পূজা মন্ডপ পরিদর্শন করেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *