শিরোনাম

টি-টোয়েন্টিতে সবচেয়ে পছন্দের ও হতাশার মুহূর্ত জানালেন মাহমদুউল্লাহ

Views: 22

বরিশাল অফিস :: টেস্ট থেকে বিদায় নিয়েছেন সেই ২০২১ সালে। এরপর শুধু সাদা বলের ক্রিকেটেই মনোযোগী হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বেশ কিছুদিন ধরে টি-টোয়েন্টি ক্রিকেটেও সময়টা ভালো যাচ্ছিল না মাহমুদউল্লাহ রিয়াদের। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশ করেছেন বাংলাদেশি দর্শকদের। তখনই উঠেছিল তার অবসরের গুঞ্জন।

তবে চমক দেখিয়ে চলমান ভারত সিরিজেও দলে জায়গা করে নিয়েছেন মাহমুদউল্লাহ। প্রতিবেশী দেশটির বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে আবারও ব্যর্থ তিনি। ২ বল খেলে ১ রান করে বিদায় নেন এই অলরাউন্ডার। আগামীকাল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ। সেই ম্যাচের আগে আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ জানিয়ে দিলেন, চলমান ভারত সিরিজই হতে যাচ্ছে এই সংস্করণে তার শেষ পথচলা।

যদিও বিদায়ের চিন্তা আগেই করেছিলেন মাহমুদউল্লাহ। অবসরের ঘোষণা দেওয়ার সময় পঞ্চপাণ্ডবের (সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে এই নামে ডাকা হয়) এই সদস্য বলেন, ‘এই সিরিজের শেষ ম্যাচের পরেই আমি টি-টোয়েন্টি থেকে অবসর নেব। আসলে এটা আমি এই সফরে আসার আগেই ঠিক করে রেখেছিলাম। আমি আমার পরিবারের সঙ্গে কথা বলেছি। আমার কোচ, অধিনায়ক, নির্বাচক এবং বোর্ড সভাপতিকেও সিদ্ধান্ত জানিয়েছি। আমি মনে করি, এটাই সঠিক সময় এই সংস্করণ থেকে সরে গিয়ে সামনে ওয়ানডে যা আছে, সেদিকে মনোযোগ দেওয়ার। আমার জন্য এবং পরের (টি-টোয়েন্টি) বিশ্বকাপের কথা যদি ভাবি, দলের জন্যও এটাই সঠিক সময়।’

টি-টোয়েন্টিতে ৪৩ ম্যাচে অধিনায়কত্ব করেছেন রিয়াদ। এই সংস্করণে সবচেয়ে পছন্দের ও সবচেয়ে হতাশার দুইটি মুহূর্তের কথা উল্লেখ করতে গিয়ে এই তারকা বলেন, ‘সবচেয়ে হতাশার মুহূর্ত ছিল ২০১৬ বিশ্বকাপে ভারতের কাছে হার। সেটি ছিল আমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত, সেখান থেকে আমি অনেক কিছু শিখেছি। আর সবচেয়ে সেরা মুহূর্ত পেয়েছি (শ্রীলঙ্কায়) নিদহাস ট্রফিতে।’

প্রসঙ্গত, ২০১৬ বিশ্বকাপের গ্রুপপর্বে ভারতের বিপক্ষে বেঙ্গালুরুতে ম্যাচের শেষের দিকে ৩ বলে ২ রান দরকার ছিল বাংলাদেশের। স্বাভাবিকভাবে রান নেওয়ার তাড়না থাকলেই জিতে যাওয়ার কথা বাংলাদেশের। তবে বাউন্ডারি মারতে যান মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। দুজনই আউট হয়ে যান তাতে। বাংলাদেশ হারে ১ রানে। যাতে ক্ষুব্ধ হন বাংলাদেশি সমর্থকরাও।

অন্যদিকে, ২০১৮ সালের নিদাহাস ট্রফিতে মাহমুদউল্লাহর বীরত্বে দারুণ এক জয় দেখে বাংলাদেশ। মাহমুদউল্লাহর ১৮ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংসে কলম্বোর স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে জয় পেয়েছিল টাইগাররা। ম্যাচের শেষের দিকে ৪ বলে ১২ রান দরকার ছিল বাংলাদেশের। ইসুরু উদানার করা ইনিংসের শেষ ওভারের তৃতীয় বলে চার, চতুর্থ বলে দুই রান ও শেষ বলে দর্শনীয় ছক্কা মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মাহমুদউল্লাহ।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *