চন্দ্রদ্বীপ ডেস্ক: ইরানে হামলার পরিকল্পনা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিন মার্কিন কর্মকর্তার বরাতে এই আলাপ বুধবার (৯ অক্টোবর) হতে যাচ্ছে বলে প্রতিবেদন করেছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে অ্যাক্সিওস বলেছে, ‘আমরা চাই, এই ফোনকলের মাধ্যমে ইসরায়েলি প্রতিশোধের মাত্রা নির্ধারিত হোক।’
ওই কর্মকর্তার বরাতে অ্যাক্সিওস আরও জানিয়েছে, ইরানের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা করলেও কোনও বাড়াবাড়ি করবে না ইসরায়েল, যুক্তরাষ্ট্র এই নিশ্চয়তা চায়।
এই প্রতিবেদনের বিষয়ে কোনও মন্তব্য করেনি হোয়াইট হাউজ।
লেবাননে ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ হিসেবে গত সপ্তাহে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যসহ পুরো বিশ্ব এই হামলার ইসরায়েলি জবাব নিয়ে শঙ্কিত। কেননা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর প্রচ্ছন্ন হুমকি রয়েছে তেল আবিবের দিক থেকে।
তাদের ‘চিরশত্রু’ ইরানকে সমুচিত জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার বক্তব্যের উত্তরে তেহরান জানিয়েছে, যেকোনও প্রতিহিংসামূলক পদক্ষেপ কেবল ‘ব্যাপক ধ্বংসযজ্ঞ’ ডেকে আনবে।
দুইপক্ষের রেষারেষিতে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা বেড়েই চলেছে। যুদ্ধ শুরু হলে তাতে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষভাবে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।