শিরোনাম

সাবেক হুইপ গিনির জামিন আবারও নামঞ্জুর

Views: 18

চন্দ্রদ্বীপ ডেস্ক :: জাতীয় সংসদের সাবেক হুইপ ও গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

গাইবান্ধা জেলা বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে সাবেক হুইপ মাহাবুব আরা বেগম গিনিকে বুধবার (৯ অক্টোবর) দুপুরে গাইবান্ধা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষ তার ১০ দিনের রিমান্ডসহ জামিন নামঞ্জুরের আবেদন করে।

অপরদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড নামঞ্জুর করে জামিনের জন্য আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড নামঞ্জুর করে জামিন শুনানি স্থগিত রেখে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

গত ২৬ আগস্ট গাইবান্ধা জেলা বিএনপির দফতর সম্পাদক আব্দুল হাই বাদী হয়ে জেলা বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় গাইবান্ধা সদর থানায় একটি মামলা করেন। মামলায় সাবেক হুইপ মাহাবুব আরা বেগম গিনিসহ ১১৪ জনের নামসহ অজ্ঞাত ২৫০ জনকে আসামি করা হয়।

সাবেক হুইপ ও গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনিকে গত ১ অক্টোবর ঢাকার একটি হত্যা মামলায় ধানমন্ডির নিজ বাসা থেকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে আদালতে রিমান্ড আবেদন করে। আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গাইবান্ধা জেলা বিএনপি অফিস ভাঙচুর মামলায় আদালতে হাজিরের উদ্দেশ্যে মঙ্গলবার (৮ অক্টোবর) তাকে গাইবান্ধা জেলা কারাগারের পাঠানো হয়।

মাহবুব আরা বেগম গিনির পক্ষের আইনজীবী আহসানুল করিম লাছু বলেন, ‘রিমান্ড নামঞ্জুরসহ জামিনের জন্য আবেদন করা হয়েছিল, আদালত শুনানির জন্য স্থগিত রেখেছেন।’

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *