চন্দ্রদ্বীপ ডেস্ক :: ঘুষ-দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে পাচারের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার পরিবার ও এপিএসসহ ৫ জনকে আসামি করে পৃথক ৫টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গণঅভ্যুত্থানের পর বিগত সরকারের প্রভাবশালী প্রথম কোনো মন্ত্রীর বিরুদ্ধে মামলা করলো রাষ্ট্রিয় দুর্নীতি বিরোধী এই সংস্থা।
আজ বুধবার (৯ অক্টোবর) কমিশনের জেলা সমন্বিত কার্যালয় ঢাকা-১ এ এসব মামলা করা হয়। কমিশনের অনুমোদনের পর তার পরিবার ও এপিএসসহ তাদের বিরুদ্ধে মোট ৫টি পৃথক মামলা করে কর্মকর্তারা।
প্রত্যেকটি মামলার আসামি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে।
আসাদুজ্জামান খান কামাল ছাড়াও মামলার অন্য আসামীরা হলেন– তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, তার ছেলে শাফি মোদাচ্ছের খান, মেয়ে সোফিয়া তাসনিম খান ও সহকারী একান্ত সচিব মনির হোসেন।
উল্লেখ্য, গত ১৫ আগস্ট নিয়োগ-পদোন্নতি কিংবা বদলিতে ঘুষ নেয়ার অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। তার পরিপ্রেক্ষিতেই আজ হলো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে এই ৫ মামলা।