শিরোনাম

৬ আরব দেশকে ইরানের হুমকি

Views: 21

চন্দ্রদ্বীপ ডেস্ক: আরব উপসাগরীয় ছয়টি দেশ তাদের আকাশসীমা বা সামরিক ঘাঁটি ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দিলে, ইরান তার জবাব দেবে বলে হুমকি দিয়েছে তেহরান। দেশটির শীর্ষ স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইরানি ওই কর্মকর্তা বলেন, ইরান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে তেহরানের বিরুদ্ধে পারস্য উপসাগরীয় কোনো দেশের যে কোনো পদক্ষেপ, তা আকাশসীমা বা সামরিক ঘাঁটি ব্যবহার করার মাধ্যমে হোক, তেহরান এটি পুরো গোষ্ঠীর নেওয়া পদক্ষেপ হিসেবে বিবেচনা করবে। আর সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানাবে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, তেহরানের বার্তায় আঞ্চলিক ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে স্থিতিশীলতা রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়েছে। এ ছাড়া এটি স্পষ্ট করে বলা হয়েছে যে, ইরানের বিরুদ্ধে কোনো আঞ্চলিক দেশের আকাশসীমা ব্যবহার করতে দেওয়াসহ ইসরায়েলকে কোনো সাহায্য প্রদান করা অগ্রহণযোগ্য।

গত সপ্তাহে ইসরায়েলে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এরপর থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে তীব্র উত্তেজনা চলছে। যে কোনও মুহূর্তে ইসরায়েল ইরানে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *