শিরোনাম

জাহিদ হাসান ও দীঘি একই সিরিজে

Views: 26

চন্দ্রদ্বীপ ডেস্ক :: কয়েক দিন আগেই তরুণ পরিচালক রায়হান রাফি ঘোষণা দিয়েছেন নতুন ওয়েব সিরিজের। ‘ব্ল্যাক মানি’ নামের ওই সিরিজটিতে যোগ দিচ্ছেন একঝাঁক তারকা। তবে একই পরিচালকের অন্য একটি সিরিজে অভিনয় করতে যাচ্ছেন দীঘি। এই সিরিজের মাধ্যমে অভিমান ও দ্বন্দ্ব ভুলে রায়হান রাফির সিরিজে কাজ করতে যাচ্ছেন দীঘি।

রাফির সঙ্গে কাজের প্রসঙ্গে দীঘি গণমাধ্যমকে বলেন, ‘এটা নিয়ে আমি বিস্তারিত কিছুই বলতে পারব না। সেটা রাফিই ভালো বলতে পারবেন। ভালো গল্প, চরিত্র হলে আমার পক্ষ থেকে কাজ করতে কোনো অসুবিধা নেই। যদি আমাকে তার সিনেমার জন্য যোগ্য মনে করেন তাহলে নেবেন। তাতে আমিও সানন্দে কাজ করব। তবে আপাতত সিরিজ নিয়ে কিছুই বলতে পারছি না।’

নাম ঠিক না হওয়া সিরিজটি সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে, শুট শুরু হওয়ার কথা ছিল জুলাই-আগস্টে, কিন্ত সেটা সম্ভব হয়নি। নতুন শুটিং শিডিউল এখনো ঠিক হয়নি।

সব ঠিকঠাক হলেই অফিশিয়ালি জানানো হবে বিষয়টি। দেশের একটি ওটিটির জন্য নির্মিত হবে এই সিরিজ। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার কথা রয়েছে নাটকের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের। তার এতে কাজ করার বিষয়টি সূত্রের বরাতে নিশ্চিত হওয়া গেলেও আনুষ্ঠানিভাবে জানাতে চাননি।

এদিকে দুই বছর আগে পরিচালক রায়হান রাফির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন দীঘি।

নায়িকার প্রধান অভিযোগটা ছিল এমন, পরিচালক তাকে ‘সুড়ঙ্গ’ সিনেমার জন্য চূড়ান্ত করেও তাকে না জানিয়ে অন্য একজনকে নায়িকা করেছেন। এমন অভিযোগের পর নায়িকার ফিটনেস নিয়ে প্রশ্ন তোলেন পরিচালক। আর তাতেই গরম হয় আলোচনা। এরপর সব চুপচাপ। এমন সময়েই সামনে এলো দীঘিকে নিয়ে নতুন সিরিজের খবর।

রাফি এখন ‘ব্ল্যাক মানি’ সিরিজের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এতে অভিনয় করছেন পূজা চেরি, নায়ক রুবেল, পাভেলসহ অনেকেই। ‘ব্ল্যাক মানি’র ক্যামেরা ক্লোজ হলেই কলকাতার জিৎ ও ঢাকার শরিফুল রাজকে নিয়ে ‘লায়ন’-এর মিশনে নামবেন তিনি।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *