চন্দ্রদ্বীপ ডেস্ক :: বিয়ে করতে যাচ্ছেন ঢালিউড নায়িকা শিরিনি শিলা। তার হবু বরের নাম আবিদুল মোহাইমিন সাজিল।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তারা।
জানা গেছে, শিলার হবু বর সাজিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। এ ছাড়া ট্রাভেল এজেন্সির ব্যবসাও রয়েছে তার।
নায়িকার একটি ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে বলেন, শিরিন শিলার হবু বরের নাম সাজিল। বৃহস্পতিবার সন্ধ্যায় পারিবারিক আয়োজনে বিয়ে রেজিস্ট্রি করবেন তারা। তবে কাছের কিছু ঘনিষ্ঠ লোক ছাড়া কাউকেই আপাতত এই বিয়ের খবর জানানো হয়নি। খুব তারাতারি বড় আয়োজনের মাধ্যমে সবাইকে জানানো হবে।
সুত্রটি আরও জানায়, আজ থেকে ছয় বছর আগে এই দিনেই অর্থাৎ ১০ অক্টোবর পরিচয় হয় তাদের। ঠিক পরিচয়ের ছয় বছর পর একই দিনে বিয়ে করছি তারা।
সম্প্রতি মুক্তি পেয়েছে শিরিন শিলা অভিনীত সিনেমা ‘ঘর ভাঙা সংসার’। এতে তার মনোয়ার হোসেন ডিপজলের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। সিনেমার পাশাপাশি নিয়মিত বিজ্ঞাপন ও ফটোশুটে অংশ নেন এই অভিনেত্রী। কয়েকদিন আগে একটি নতুন সিনেমায় নাম লেখান শিরিন শিলা। এতে নায়ক কায়েস আরজুর বিপরীতে দেখা যাবে তাকে।