বরিশাল অফিস :: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল সদর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে তিনি সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ সোনরাজি সার্বজনীন শ্রী শ্রী দুর্গামন্দির এবং চাঁদপুরা ইউনিয়নের রাইপুরা বুনিয়াদি স্কুল সার্বজনীন শ্রী শ্রী দুর্গামন্দিরের পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেন।
বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন,বরিশাল স্থানীয় সরকার উপপরিচালক গৌতম বাড়ৈ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুব উল্লাহ মজুমদার, বরিশাল সদর সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলামসহ অন্যান্য জেলা প্রশাসনের কর্মকর্তারা।
পরিদর্শনের সময় জেলা প্রশাসক পূজা মণ্ডপগুলোতে উপস্থিত পূজার দর্শনার্থীদের সাথে মতবিনিময় করেন এবং বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর নেন। তিনি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান এবং শারদীয় দুর্গাপূজা উদযাপন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এই পরিদর্শনের মাধ্যমে জেলা প্রশাসক দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং মণ্ডপ কর্তৃপক্ষের সাথে প্রয়োজনীয় দিকনির্দেশনা শেয়ার করেন। পূজার আয়োজকরা প্রশাসনের এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।