চন্দ্রদ্বীপ নিউজ :: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকেকালিহাতী উপজেলার সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি ঠাকুরগাঁওয়ের মহেশপুর গ্রামে আজহারুল ইসলামের ছেলে আনোয়ারুল ইসলাম। নিহতদের মধ্যে একজন ট্রাকচালক, অন্যজন ট্রাকের হেলপার। আহত কাভার্ডভ্যানচালককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসাইন জানান, কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাকচালক আনোয়ার হোসেন ও হেলপার নিহত হন। আহত কাভার্ডভ্যানচালককে হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।