চন্দ্রদ্বীপ নিউজ :: দলের দুঃসময়ে অনেক নেতাকর্মী বিদেশে গিয়ে শান্তি ও স্বস্তিতে দিনযাপন করেছে। এই দুঃসময়ে অনেকেরই কোনো খবর ছিল না। এখন প্রবাস থেকে ফিরে তারা বিভিন্ন সেক্টরকে কেন্দ্র করে ফায়দা লুটার চেষ্টা করছে। এদের ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (১১ অক্টোবর) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, তারা এখন দেশে ফিরে এসে প্রভাব খাটিয়ে আরও বেশি স্বার্থ উদ্ধারের চেষ্টায় লিপ্ত। জনপ্রশাসন, পুলিশ ও মিডিয়া হাউসকে টার্গেট করে বিএনপির নাম ভাঙিয়ে কেউ কেউ খবরদারি করার চেষ্টা করা হচ্ছে। তাদের ব্যাপারে সবাই সতর্ক থাকবেন। এ সমস্ত ব্যক্তিরা কেউ বিএনপির প্রতিনিধিত্ব করে না।
তিনি বলেন, রাজনৈতিক দুর্যোগ মুহূর্তে তাদের জীবন কেটেছে নিরাপদে। অথচ দেশে থেকে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী সরকারের বিরুদ্ধে মাঠে ছিল, আন্দোলনে ছিল। ৫ আগস্ট পর্যন্ত শেখ হাসিনার নির্দেশে বাহিনীগুলোর ছোড়া বুলেট ও ধারালো অস্ত্রে গুরুতর আহত হয়ে এখনো প্রতিদিনই কেউ না কেউ মৃত্যুবরণ করছে। তাদেরকে আমাদের মনে রাখতে হবে।