শিরোনাম

“আমরা এমন সমাজ চাই, যেখানে মন্দির পাহারার প্রয়োজন হবে না” — ডা. শফিকুর রহমান

Views: 20

**চন্দ্রদ্বীপ ডেস্ক:** বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থান ছাত্র-জনতার অবদান, যা ফ্যাসিবাদের পতন ঘটিয়ে দেশে পরিবর্তনের সূচনা করেছে। শুক্রবার বিকেলে সিলেট মহানগর জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “এই আন্দোলনের পেছনে আমাদের অনেক শহীদের ত্যাগ রয়েছে। ২০০৯ সালে বিডিআর বিদ্রোহে মেধাবী সেনা অফিসারদের আত্মত্যাগ যে আন্দোলনের সূচনা করেছিল, তা ৫ আগস্ট হাজারো শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে সফল হয়েছে।”

তিনি আরও বলেন, “দেশে সাময়িক পরিবর্তন এসেছে, তবে স্থায়ী রূপ দিতে হলে প্রয়োজন সৎ ও ন্যায়পরায়ণ শাসন প্রতিষ্ঠা। আমরা এমন একটি সমাজ গঠন করতে চাই, যেখানে সকল নাগরিকের সমান অধিকার থাকবে। ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না, মসজিদের মতো মন্দিরেরও পাহারার প্রয়োজন হবে না। যদি কেউ আমাদের সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে, তাহলে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে হবে।”

সম্মেলনে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন : রাষ্ট্রের ১০ খাতে সংস্কার চায় জামায়াত, ৪১ প্রস্তাবনা

ডা. শফিকুর রহমান তার বক্তব্যে আরো বলেন, “দেশ সাংবিধানিকভাবে দুবার এবং রাজনৈতিকভাবে তিনবার স্বাধীনতা পেয়েছে। কিন্তু আওয়ামী লীগ ফ্যাসিবাদী শাসন ও দুর্নীতির মাধ্যমে জাতির ওপর সীমাহীন জুলুম-নিপীড়ন চালিয়েছে। তারা আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে শহীদ করেছে, তবে আমাদের আন্দোলনকে দমন করতে পারেনি।”

সম্মেলনে অন্যান্য বক্তারা ইসলামী মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করে বলেন, “ফ্যাসিবাদমুক্ত দেশ গঠনে আমরা অগ্রণী ভূমিকা পালন করতে চাই। সুন্দর চরিত্রের মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণে সক্ষম নেতৃত্ব গড়ে তুলতে হবে।”

সম্মেলনে ইসলামী সংগীত পরিবেশন ও পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *