শিরোনাম

অন্তর্বর্তী সরকার সনাতন ধর্মাবলম্বীদের রাজনৈতিক হাতিয়ার হতে দেবে না: ক্রীড়া উপদেষ্টা

Views: 41

**চন্দ্রদ্বীপ ডেস্ক:** ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না এবং বর্তমান অন্তর্বর্তী সরকার সনাতন ধর্মাবলম্বীদের কারো রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় খুলনা নগরের বাগমারার গোবিন্দমন্দির পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “ধর্মকে ব্যবহার করে অতীতে বিভিন্ন রাজনৈতিক দল ফায়দা তুলেছে। কিন্তু আমরা সে পথে হাঁটতে চাই না। এই সরকারের লক্ষ্য হলো দেশের প্রতিটি ধর্মের মানুষের জন্য সমান অধিকার এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা।” তিনি আরও উল্লেখ করেন, “ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন দেশে সব ধর্মের মানুষ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করবে।”

চট্টগ্রামের একটি পূজামণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠানে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা এবং সাতক্ষীরার যশোরেশ্বরী মন্দিরে সোনার মুকুট চুরির ঘটনা উল্লেখ করে ক্রীড়া উপদেষ্টা বলেন, “ইতিমধ্যে প্রশাসন দোষীদের আটক করেছে এবং তাঁদের বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। সরকারের পক্ষে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে।”

আরো পড়ুন : ড. ইউনূসের ‘রিসেট বাটন’, ব্যাখ্যা দিলো প্রধান উপদেষ্টার দপ্তর

**খেলাধুলার উন্নয়ন নিয়ে প্রতিশ্রুতি:**
পূজামণ্ডপ পরিদর্শন শেষে খুলনার গল্লামারী হরিচাঁদ ঠাকুর মন্দিরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ক্রীড়া উপদেষ্টা শেখ আবু নাসের স্টেডিয়াম সংস্কার করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)সহ অন্যান্য আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, “শুধু আবু নাসের স্টেডিয়াম নয়, দেশের প্রতিটি স্টেডিয়ামকে খেলার উপযোগী করে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে। দেশের খেলার পরিবেশ ফিরিয়ে আনতে এবং আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হচ্ছে।”

এ সময় খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন, মহানগর পুলিশের উপকমিশনার মো. মনিরুজ্জামান, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য কর্মকর্তা ম. জাভেদ ইকবাল, মহানগর পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূজামণ্ডপ পরিদর্শন শেষে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হন। সেখানে শনিবার তিনি কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করবেন বলে জানা গেছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *