শিরোনাম

জিজ্ঞাসাবাদ শেষে আজহারীকে ছেড়ে দিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ

Views: 20

চন্দ্রদ্বীপ ডেস্ক :: আলোচিত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীকে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে। শনিবার রাতে এই তথ্য নিশ্চিত করেন আজহারীর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মুরাদ।

জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ হাইকমিশন থেকে আজহারীর বিরুদ্ধে যে অভিযোগ দেয়া হয়েছিল, তা এখনও দেশটির ইমিগ্রেশন সার্ভারে সংরক্ষিত রয়েছে। এই কারণেই মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। তবে সবকিছু সমাধান হওয়ার পর রাত ২টার পর আজহারীর ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয় এবং তিনি মালয়েশিয়ায় প্রবেশ করতে সক্ষম হন।

শুক্রবার বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন আজহারী। এরপর বিমানবন্দরে আটকে থাকার খবর ছড়িয়ে পড়ে। তার ভ্রমণের সময় বেশ কিছু ঘন্টা অপেক্ষায় থাকেন তিনি।

এর আগে, শুক্রবার সকালে একটি ফেসবুক পোস্টে আজহারী দেশে ফেরার এবং পুনরায় মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা জানান। তিনি বলেন, দীর্ঘ পাঁচ বছর পর দেশে ফিরে পরিবার এবং ঘনিষ্ঠজনদের সঙ্গে সময় কাটিয়েছেন এবং একটি ক্লোজ মিট-আপ প্রোগ্রামে অংশ নিয়েছেন।

দীর্ঘ সাড়ে চার বছর মালয়েশিয়ায় অবস্থানের পর সম্প্রতি দেশে ফিরে ছিলেন এই জনপ্রিয় বক্তা, তবে ফের মালয়েশিয়া চলে গেলেন তিনি।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *