পটুয়াখালী প্রতিনিধি :: লিভার সিরোসিসে আক্রান্ত রিক্সাচালক আনসার প্যাদা (৩৫) চিকিৎসার অভাবে মানবেতর জীবন যাপন করছেন। পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর গ্রামের বাসিন্দা আনসার ঢাকায় রিক্সা চালিয়ে সংসার চালাতেন। কিন্তু চার মাস আগে অসুস্থ হয়ে গ্রামে ফিরে আসার পর থেকে তার চিকিৎসার খরচ যোগাতে কষ্ট হচ্ছে।
স্বামীর অসুস্থতায় পরিবারে নেমে এসেছে সংকট। আনসারের স্ত্রী আমেনা বেগম জানান, স্বামীর আয়ের উৎস বন্ধ হয়ে যাওয়ার পর তিনি মানুষের কাছে হাত পাতছেন, তবে সেই সামান্য আয় দিয়েও সন্তানের খাবার জোগানো দুষ্কর হয়ে পড়েছে। বর্তমানে তিন সন্তান— নবম শ্রেণির ছাত্রী মোসা. আমান্তু, প্রথম শ্রেণির ছাত্রী মোসা. তুলি ও তিন বছরের ছেলে মারুফ—সহ বিপাকে পড়েছেন।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে আনসারের শরীরে লিভার সিরোসিস ধরা পড়ে। এ খবর শোনার পর আমেনার মনে আকাশ ভেঙে পড়ে। দীর্ঘ চার মাস ধরে প্রাপ্ত সাহায্যে চলছে আনসারের চিকিৎসা, কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন তাকে উন্নত চিকিৎসার প্রয়োজন। আমেনার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে কারণ স্বামীকে যথাযথ চিকিৎসা করাতে না পারছেন তিনি।
আমেনা বলেন, “আমি চারপাশে অন্ধকার দেখছি। কোনো উপায় না পেয়ে সমাজের হৃদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন করছি। যদি কেউ সাহায্য করেন, আমি মহান আল্লাহর কাছে দু’আ করবো।”
আমাদের সমাজের সাহায্যপ্রার্থী আনসার প্যাদার পরিবারকে সহযোগিতা করতে পারলে তারা নতুন জীবন ফিরে পেতে পারে।
**সাহায্য পাঠানোর ঠিকানা:** বিকাশ ০১৭৭৮৩৩৫১৮৭।