শিরোনাম

বাখরাবাদ পাইপলাইন প্রকল্প পরিদর্শনে গেলেন জ্বালানি উপদেষ্টা

Views: 19

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাখরাবাদ-মেঘনাঘাট-হরিপুর ৪২ প্রকল্পের মেঘনাঘাট এলাকায় গ্যাস পাইপলাইন স্থাপন কার্যক্রম পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। শনিবার (১২ অক্টোবর) সকালে তিনি এই পরিদর্শন করেন।

জিটিসিএল (গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড) সূত্রে জানা গেছে, ২০২১ সালের জুনে একনেক সভায় প্রকল্পটি অনুমোদিত হয়। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩০৪ কোটি ৬২ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৫১২ কোটি ৫৯ লাখ এবং ৭৯২ কোটি ৩ লাখ টাকা সংস্থার নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া হবে।

প্রকল্পের লক্ষ্য হলো নারায়ণগঞ্জের মেঘনাঘাট, হরিপুর, সিদ্ধিরগঞ্জ ও আড়াইহাজার এলাকার বিদ্যুৎকেন্দ্র এবং শিল্প এলাকায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা।

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *