শিরোনাম

মঠবাড়িয়ায় যৌথ অভিযানে মাদক ও অস্ত্র উদ্ধার, ৪ জন আটক

Views: 22

বরিশাল অফিস :: বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে মঠবাড়িয়ায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র, এবং চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। অদ্য ১২ অক্টোবর ২০২৪ তারিখ, রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া আর্মি ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের বাদুরগাছা গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান শেষে ৪টি রামদা, ১টি চাপাতি, ১টি চাইনিজ কুড়ালসহ দেশীয় ধারালো অস্ত্র, ১৩৫ পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা, নগদ ১৫,৯০০ টাকা, ৮টি চোরাই মোবাইল এবং ১টি ক্যামেরা উদ্ধার করা হয়। অভিযানে ৪ জনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন:মোঃ হাফিজুর রহমান হাসিব (৩টি মামলা), পিতা: মোঃ হেলাল উদ্দিন,নাজমুল শিকদার ওরফে কালিয়া (২টি হত্যা মামলাসহ ৭টি মামলা), পিতা: নাসির শিকদার,মোঃ ফাহাদ, পিতা: মোঃ কুদ্দুস মুন্সি ,মোঃ তৌহিদুল ইসলাম, পিতা: রিপন হাওলাদার

থানা সূত্রে জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে একাধিক মামলা আগে থেকেই রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে, তাদের মঠবাড়িয়া থানায় উদ্ধারকৃত সামগ্রীসহ হস্তান্তর করা হয়। মঠবাড়িয়া থানা কর্তৃপক্ষ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই অভিযানের মাধ্যমে মঠবাড়িয়া এলাকায় মাদক ও অস্ত্রবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে স্থানীয় প্রশাসন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *