চন্দ্রদ্বীপ ডেস্ক :: যুক্তরাষ্ট্র সফরে থাকা বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। এসব বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) প্রাপ্ত এক বিবৃতিতে জানা যায়, মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার সঙ্গে বৈঠকে পররাষ্ট্র সচিব গণতান্ত্রিক প্রতিষ্ঠান সংস্কার, মানবাধিকার রক্ষা, রোহিঙ্গা সংকট সমাধান এবং শ্রম অধিকার নিয়ে আলোচনা করেন। এই বৈঠকটি দুই দেশের মধ্যকার সহযোগিতা আরও শক্তিশালী করার প্রতিফলন ছিল।
রাজনৈতিক বিষয়ক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি জন বাস এবং মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড ভার্মার সঙ্গেও পৃথক বৈঠকে বাংলাদেশ-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক, রোহিঙ্গা ইস্যু, শ্রম আইন সংস্কার এবং মার্কিন কারিগরি ও আর্থিক সহায়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
হোয়াইট হাউসে প্রেসিডেন্টের বিশেষ সহকারী লিন্ডসে ডব্লিউ ফোর্ডের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র সচিব অর্থনৈতিক ও নিরাপত্তা ইস্যু, আঞ্চলিক স্থিতিশীলতা এবং রোহিঙ্গা সংকটের বিষয়ে আলাপ করেন।
এছাড়া, ইউএসটিআর ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে বৈঠকে রফতানিতে বৈচিত্র্য আনতে সহযোগিতা, ওষুধ পণ্যের নিবন্ধন ফি হ্রাস এবং শ্রম আইন সংস্কার নিয়ে আলোচনা করা হয়।
এসময় মার্কিন কর্মকর্তাদের মধ্যে অ্যাম্বাসেডর ডোনাল্ড লু, মার্টা সি. ইয়ুথ এবং নিকোল চুলিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র সচিব ১৪ অক্টোবর ওয়াশিংটন ত্যাগ করবেন বলে জানা গেছে।
খবর: বাসস