চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, আওয়ামী লীগের চেয়ে বড় চরমপন্থি ও সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে আর নেই। রবিবার (১৩ অক্টোবর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর বলেন, “যারা সবচেয়ে চরমপন্থি, তারাই তাদের সন্তানদের হাতে হাতুড়ি তুলে দিয়েছিল এবং মাথায় হেলমেট পরিয়েছিল। এদের চেয়ে বড় সন্ত্রাসী ও চরমপন্থি সংগঠন দেশে নেই। এদের শাসনামল ছিল চরমপন্থা ও সন্ত্রাসের উদাহরণ।” তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী সন্ত্রাসকে ঘৃণা করে এবং আইন হাতে তুলে নিয়ে কোনো প্রতিশোধ নেবে না।
জামায়াত আমির আরও উল্লেখ করেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠার তাণ্ডব বাংলাদেশের মানবতা ও গণতন্ত্রকে ধ্বংস করেছিল। ওই দিন থেকেই বাংলাদেশ সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, এবং অন্যান্য কেন্দ্রীয় নেতারা।