শিরোনাম

শেবাচিম হাসপাতালে অগ্নিকাণ্ড, ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন

Views: 32

বরিশাল অফিস :: বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মেডিসিন ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৩ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে নতুন ৫ তলা ভবনের নিচ তলার স্টোর রুমে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে, এ ঘটনায় কোনো হতাহত বা মৃত্যুর খবর পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের ফলে মেডিসিন বিভাগের বেশিরভাগ সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে রোগীদের জরুরি সেবা দিতে কাজ করে যাচ্ছে।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় শেবাচিম হাসপাতালের পক্ষ থেকে সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান হিসেবে আছেন মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মো. ইমরুল কায়েস। তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর সেই প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. রেজয়ানুল আলম।

ডা. রেজয়ানুল আলম আরও জানান, অগ্নিকাণ্ডের ফলে মেডিসিন ইউনিটের বেশিরভাগ ব্যবহার্য জিনিসপত্র ধ্বংস হয়ে গেছে। তবুও রোগীদের সেবা দেওয়ার ক্ষেত্রে হাসপাতালের কার্যক্রম অব্যাহত রয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *