শিরোনাম

বেরোবি: ছাত্রলীগের রুমে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

Views: 26

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ মোক্তার এলাহী হলের ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন রুমে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমন্বয়ক ও কর্তৃপক্ষের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তৃতীয় তলার ৩০৫ ও ৩০৬, পঞ্চম তলার ৫০৩ ও ৫১১ রুম থেকে রড, চাপাতি, ছুরি, দা ও রামদাসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

শিক্ষার্থীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার জন্য ছাত্রলীগ এসব অস্ত্র জমা করে রেখেছিল।

হলটির প্রশাসক মোঃ কামরুজ্জামান বলেন, অবৈধ ছাত্রদের বের করে দেয়ার এবং মেধার ভিত্তিতে সিট বরাদ্দের জন্য নোটিশ দেয়া হয়েছিল। নোটিশের পর অভিযান চালিয়ে ৭-৮টি রুম থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনি জানান, এসব রুমে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান করতেন এবং বৈষম্যবিরোধী আন্দোলন থামানোর উদ্দেশ্যে অস্ত্র মজুদ করেছিল। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *