শিরোনাম

যেমন হলো বিপিএলের সাত দলের স্কোয়াড

Views: 16

চন্দ্রদ্বীপ ডেস্ক: বিপিএল ২০২৫-এর ডামাডোল বাজতে শুরু করেছে। আজ সোমবার হয়ে গেল এর প্লেয়ার্স ড্রাফট। আসর শুরু হবে ডিসেম্বরের শেষ সপ্তাহে।

সোমবার রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় আগামী বিপিএলের প্লেয়ার্স ড্রাফট।

পুরো অনুষ্ঠানে ছিল বেশ কিছু বিস্ময়। দেশের তারকা খেলোয়াড় রিশাদ হোসেন দল পাননি অনেকটা সময় ধরে। আবার সাব্বির রহমান, শফিউল ইসলাম, মার্শাল আইয়ুবদের মতো অনেকে দীর্ঘদিন পর এসেও বিপিএলে খেলার মতো সুযোগ পাচ্ছেন। ফরচুন বরিশালে জাতীয় দলের চার অধিনায়কের দেখা মিলবে। জাতীয় দলের একাধিক মুখ আর শক্তিশালী বিদেশি খেলোয়াড় দলে টেনেছেন তামিম ইকবালরা। নতুন করে বিপিএলে আসা দুর্বার রাজশাহী খুব বড় কোনো চমক দেখাতে পারেনি। কিছুটা চমক আছে ঢাকায়। লিটন দাস আর সাইম আইয়ুব আছে তাদের দলে।

চতুর্থ সেটে বরিশালের বাজিমাত, তারুণ্যে চোখ ফ্র্যাঞ্চাইজদের

আবার ড্রাফটের আগে একের পর এক চমক দেখানো চিটাগং কিংস ভক্তদের কিছুটা হতাশ করেছে ড্রাফটে এসে। কোনো বড় নামের পেছনে যায়নি ফ্র্যাঞ্চাইজিটি। সিলেটে গিয়েছেন মাশরাফি মর্তুজা, আরাফাত সানি আর আল-আমিনের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। খুলনা নজরে রেখেছে অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলের দিকে।

বিপিএল মাতাতে আসছেন রিচ টপলি-নান্দ্রে বার্গার
চতুর্থ সেটে বরিশালের বাজিমাত, তারুণ্যে চোখ ফ্র্যাঞ্চাইজদের
বিদেশি ক্রিকেটারদের প্রথম সেটে কে কোন দলে
রাজশাহীতে তাসকিন, ঢাকায় লিটন– প্রথম সেটে যেমন হলো ড্রাফট:

একনজরে ড্রাফট, কোন দলে কে গেল

ফরচুন বরিশাল
দেশি : মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম

বিদেশি : জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা, নান্দ্রে বার্গার

ড্রাফটের আগে : তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, ফাহিম আশরাফ, ডেভিড মালান, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী।

দুর্বার রাজশাহী
দেশি : তাসকিন আহমেদ, জিশান আলম, ইয়াসির আলী, সাব্বির হোসেন, সানজামুল ইসলাম, এসএম মেহরাব হোসেন, আকবর আলী, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ

বিদেশি : সাদ নাসিম, লাহিরু সামারাকুন

ড্রাফটের আগে : এনামুল হক বিজয়

ঢাকা ক্যাপিটাল
দেশি : লিটন দাস, হাবিবুর রহমান, মুকিদুল ইসলাম, আবু জায়েদ, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান, শাহাদাত হোসেন

বিদেশি : সাইম আইয়ুব, আমির হামজা

ড্রাফটের আগে : মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, স্টিফেন স্কিনাজি, থিসারা পেরেরা, জনসন চার্লস, আমির হামজা, শাহনেওয়াজ দাহানি

চিটাগং কিংস
দেশি : শামীম হোসেন, পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ, মার্শাল আইয়ুব

বিদেশি : গ্রাহাম ক্লার্ক, থমাস ও’কনেল

ড্রাফটের আগে : সাকিব আল হাসান, শরিফুল ইসলাম, মইন আলি, উসমান খান, হায়দার আলি, অ্যাঞ্জেলো ম্যাথুস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও বিনুরা ফার্নান্দো।

রংপুর রাইডার্স
দেশি : নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, রেজাউর রহমান, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম, তৌফিক খান

বিদেশি : আকিফ জাভেদ, কার্টিস ক্যাম্ফার

ড্রাফটের আগে : নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, অ্যালেক্স হেলস, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ।

সিলেট স্টাইকার্স
দেশি : রনি তালুকদার, মাশরাফি বিন মুর্তজা, আল আমিন হোসেন, আরাফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম

বিদেশি : রাহকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারি, রিস টপলি

ড্রাফটের আগে : তানজিম হাসান সাকিব, জাকির হাসান, জর্জ মুনসি, পল স্টার্লিং।

খুলনা টাইগার্স
দেশি : হাসান মাহমুদ, মোহাম্মদ নাঈম, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম, আবু হায়দার, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান, মাহমুদুল হাসান

বিদেশি : মোহাম্মদ হাসনাইন, লুইস গ্রেগরি

ড্রাফটের আগে : নাসুম আহমেদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *