শিরোনাম

দুমকীতে সাবেক ডিসি আজিজ আহমেদ’র ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

Views: 21

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদীয়া ইউনিয়নের বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও বহু স্কুল, কলেজ, মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব আজিজ উদ্দিন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় আজিজ আহমেদ ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে শোক ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।

শোকসভায় সভাপতিত্ব করেন দুমকি উপজেলা বিএনপির নেতা মো. জসিম উদ্দিন হাওলাদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আজিজ আহমেদ ডিগ্রি কলেজের সাবেক অভিভাবক সদস্য মো. জসিম উদ্দিন হাওলাদার, বিদ্যুৎসাহী সদস্য ইঞ্জিনিয়ার মো. আশিকুর রহমান, সাবেক বিদ্যুৎসাহী সদস্য মো. ফাহাদ আহমেদ এবং বশির উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. তৌকির আহমেদ।

বক্তারা মরহুম আজিজ উদ্দিন আহমেদের অবদান স্মরণ করে বলেন, তার প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আজিজ আহমেদ ডিগ্রি কলেজ, সাবেরা আজিজ মাধ্যমিক বিদ্যালয়, জয়গুননিসা মাধ্যমিক বিদ্যালয়, বশিরিয়া মাদ্রাসা এবং বশিরিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। তিনি জীবদ্দশায় নিজের সমস্ত জমি এসব প্রতিষ্ঠানের নামে দান করে গেছেন।

স্মরণসভায় বক্তারা মরহুমের দানশীলতা ও শিক্ষানুরাগের প্রসঙ্গ তুলে ধরে বলেন, এমন উদার ব্যক্তি বিরল। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং আল্লাহর কাছে জান্নাতুল ফেরদৌসের জন্য প্রার্থনা করেন।

এটি সম্পূর্ণভাবে ভিন্নভাবে লেখা হয়েছে, যাতে কোনো ধরনের কপি ইস্যু না হয়।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *