শিরোনাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন

Views: 21

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে। বিচার কার্যক্রম শিগগিরই শুরু হবে। সোমবার (১৪ অক্টোবর) সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল এ তথ্য জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর প্রয়োজন হলে সরকার তা দিতে প্রস্তুত রয়েছে। আসিফ নজরুল বলেন, ‘আমরা হাইকোর্টের দুজন বিচারপতি এবং একজন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে নিয়ে মানবতাবিরোধী যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠনের কাজ সম্পন্ন করেছি।’ নতুন আন্তর্জাতিক অপরাধ আদালতের চেয়ারম্যান হিসেবে হাইকোর্টের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার দায়িত্ব পালন করবেন। সদস্য হিসেবে থাকবেন হাইকোর্টের বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী।

আইন উপদেষ্টা জানান, ‘এর মাধ্যমে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিচার কাজ শুরু করার ব্যাপারে একটি বড় ধাপ সম্পন্ন হয়েছে। আমরা আশা করি খুব শিগগির বিচার কাজ শুরু হয়ে যাবে।’ তিনি উল্লেখ করেন, ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালে যে নির্মম হত্যাকাণ্ড ঘটেছিল, তাতে এক হাজারেরও বেশি মানুষ হত্যা হয়েছে। হাজার হাজার ছাত্র-জনতাকে আহত করা হয়েছে। এই অপরাধের বিচারের জন্য এটি একটি শক্তিশালী ফোরাম।’

এছাড়া, অধস্তন আদালতের বিচার কাজের স্থবিরতা দূরীকরণে আগামী বৃহস্পতিবারের মধ্যে সারা দেশের অধস্তন আদালতে জিপি-পিপি নিয়োগের কাজ শেষ করার চেষ্টা করবেন বলেও জানান তিনি।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *