শিরোনাম

ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা

Views: 22

চন্দ্রদ্বীপ নিউজ :: সাময়িক বরখাস্ত লালমনিরহাটের সহকারী কমিশনার তাপসী তাবাসসুমকে (ঊর্মি) দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এডিপি অনুবিভাগের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী সচিব) তাপসী তাবাসসুম ঊর্মিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেওয়ায় চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার কার্যক্রম চলমান রয়েছে।

এ অবস্থায় তাপসী তাবাসসুম ঊর্মিকে দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট করায় লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মিকে গত ৭ অক্টোবর সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বরখাস্তের পাশাপাশি তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

তাপসী তাবাসসুমের (ঊর্মি) বিরুদ্ধে খুলনার আদালতে রাষ্ট্রদ্রোহ ও এক হাজার কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। গত বুধবার দুপুরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২–এর আদালতে মামলাটি করেন শওকাত হোসেন নামের এক ব্যক্তি।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *