চন্দ্রদ্বীপ ডেস্ক :: ছোটপর্দার অভিনেত্রী শায়না আমিন, যিনি ২০১১ সালে “এক জীবনে এত প্রেম পাব কোথায়” শিরোনামের একটি গানে মডেল হয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান, সম্প্রতি আবারও আলোচনায় এসেছেন। গানের পর কয়েকটি কাজ করলেও মিডিয়া থেকে হারিয়ে যান তিনি। বর্তমানে শায়না স্বামী ও সন্তান নিয়ে যুক্তরাজ্যে স্থায়ী হয়েছেন। সম্প্রতি ফেসবুকে দুটি ছবি পোস্ট করার পর ভক্তদের মাঝে আবারও সাড়া জাগিয়েছেন।
অনেকেই তার ছবির নিচে মন্তব্য করেছেন। একজন ভক্ত লেখেন, “অনেক দিন পরে প্রিয় মুখ। অসম্ভব সুন্দর লাগছে।” অন্য একজন মন্তব্য করেন, “সেই ছোটবেলার ক্রাশ ছিলো, এখনও আছে।”
শায়নার মিডিয়ায় অনুপস্থিতির পরেও তার গ্ল্যামারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে যুক্তরাজ্যে প্রবাসী স্বামী মাসুদ রানার সঙ্গে সুখের সংসার করছেন তিনি।