চন্দ্রদ্বীপ ডেস্ক :: অনেক অপেক্ষার পর অবশেষে ঘোষণা করা হয়েছে পরীমণির নতুন ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এর মুক্তির তারিখ। অনম বিশ্বাস পরিচালিত এই হইচই অরিজিনাল সিরিজটি মুক্তি পাবে আগামী ৮ নভেম্বর। আজ সোমবার (১৪ অক্টোবর) হইচই-এর সোশ্যাল মিডিয়া পেজে অফিসিয়াল পোস্টার প্রকাশের মাধ্যমে সিরিজটির মুক্তির তারিখ জানানো হয়।
‘রঙিলা কিতাব’ সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পরীমণি ও মোস্তাফিজুর নুর ইমরান। সিরিজের পোস্টারে নায়কের হাতে বন্দুক এবং নায়িকাকে ঘিরে রাখা দৃশ্যটি রহস্য ও উত্তেজনায় ভরপুর। সিরিজটি কিঙ্কর আহ্সানের লেখা ‘রঙিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে।
পরীমণি জানান, এটি তার প্রথম ওয়েব সিরিজ এবং তিনি কাজটি নিয়ে শুরু থেকেই খুবই এক্সাইটেড ছিলেন। তিনি বলেন, “প্রথম ওয়েব সিরিজে কাজ করার অভিজ্ঞতা আমার জন্য বিশেষ ছিল, এবং এটি সম্ভব হয়েছে হইচই-এর জন্য।”
পরিচালক অনম বিশ্বাস বলেন, “‘রঙিলা কিতাব’ মানুষের সম্পর্কের গল্প। আমরা এই সিরিজের মাধ্যমে শুধু বিনোদনই নয়, বরং একটি বিশেষ বার্তা দিতে চেয়েছি। আশা করি, সিরিজটি দর্শকদের মনে বিশেষ স্থান করে নেবে।”