শিরোনাম

মুশফিক-মিরাজদের সঙ্গে আজ কী করছেন শাকিব

Views: 19

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ২০২৫ আসরের প্লেয়ার ড্রাফট চলছে রাজধানীর সোনারগাঁও হোটেলে। আজ সোমবার সকালে শুরু হওয়া এই ড্রাফটে অংশ নিয়েছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান।

শাকিব এবার বিপিএল-এর জন্য ঢাকা ক্যাপিটালস নামের একটি দল কিনেছেন। সকাল থেকে ৭টি দলের প্লেয়ার ড্রাফট চলতে থাকা অবস্থায় সেখানে উপস্থিত আছেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ, সোহানসহ অনেক জনপ্রিয় ক্রিকেটার। এর পাশাপাশি বিসিবির সভাপতি ফারুক আহমেদও উপস্থিত রয়েছেন।

শাকিব খানের দলের প্লেয়ারদের নামের তালিকা ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন লিটন কুমার দাস, হাবিবুর রহমান, মুকিদুল ইসলাম, আবু জায়েদ চৌধুরি, সাইম আইয়ুব, আমির হামজা, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান, শাহাদাত হোসেন, এবং আরও কয়েকজন।

প্রসঙ্গত, ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) জনপ্রিয় হওয়ার পেছনে বলিউড তারকাদের অন্তর্ভূক্তি একটি বড় কারণ। এবার বাংলাদেশ প্রিমিয়ার লীগে শাকিব খানের যুক্ত হওয়াকে ক্রিকেটপ্রেমী মানুষ বাড়তি আকর্ষণ হিসেবে দেখছেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *