চন্দ্রদ্বীপ ডেস্ক :: ভারত এবং কানাডার মধ্যে কূটনৈতিক সম্পর্ক আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। শিখ নেতা হরদীপ সিং নিজ্জারের হত্যার ঘটনায় কানাডা ভারতীয় কূটনীতিকদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। কানাডার দাবি, ভারতীয় হাইকমিশনার সঞ্জয় কুমার ভার্মা এবং অন্যান্য কূটনীতিকরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তবে ভারত এই অভিযোগকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছে এবং এটিকে অযৌক্তিক বলে অভিহিত করেছে।
সোমবার (১৪ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কানাডার রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে। তাদের মতে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সরকার ভারতকে কলঙ্কিত করার রাজনৈতিক এজেন্ডা নিয়ে কাজ করছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, কানাডা এই হত্যাকাণ্ডে ভারতের সংশ্লিষ্টতার প্রমাণ এখনও উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে।
এদিকে, কানাডার পাশাপাশি যুক্তরাষ্ট্রও খালিস্তানি নেতা গুরপতবন্ত সিং পান্নুনের হত্যাচেষ্টার ষড়যন্ত্রের সঙ্গে ভারত জড়িত বলে অভিযোগ করেছে। যদিও ভারত এই অভিযোগকে অবাস্তব বলে উড়িয়ে দেয়নি, বরং তদন্তের জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত কানাডার রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে এবং দিল্লি কানাডার এই অভিযোগের তীব্র প্রতিবাদ করেছে।
উল্লেখ্য, ২০২৩ সালে কানাডা ৪০ জনেরও বেশি ভারতীয় কূটনীতিককে দেশে ফিরিয়ে নেয় এবং বর্তমানে কানাডা থেকে ভারতের হাইকমিশনার সঞ্জয় কুমার ভার্মাকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ভারতের মতে, ট্রুডো সরকারের পদক্ষেপ কূটনীতিকদের নিরাপত্তা হুমকির মুখে ফেলেছে।