শিরোনাম

পুলিশের করা মামলায় ১০ বছর পর খালাস ১২৫ নেতাকর্মী

Views: 26

বরিশাল অফিস :: সড়ক অবরোধ ও যানাবাহনে হামলা ভাংচুরের অভিযোগে পুলিশের করা মামলায় বিএনপির ১২৫ নেতাকর্মীকে খালাস দিয়েছে আদালত। সোমবার বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাবিবুর রহমান চৌধুরী এ আদেশ দেন বলে বেঞ্চ সহকারী মো. আরামান হোসেন জানিয়েছেন।

খালাসপ্রাপ্ত আসামীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন : বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাড. মজিবর রহমান সরোয়ার, বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, ১ নম্বর যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন, উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি মেজবাহউদ্দিন ফরহাদ, স্বেচ্ছাসেবক দলের মশিউর রহমান মঞ্জু, মোমেন সিকদার, মাসুদ হাসান মামুন, নুরুল আমিন, কামরুল ইসলাম রতন, শাহে আলম মেম্বর রফিকুল ইসলাম রিপন প্রমুখ।

মামলার বরাতে বেঞ্চ সহকারী জানান, বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের আহবানে ২০১৩ সালের ২৭ নভেম্বর অবরোধের সমর্থনে নগরীর কাশিপুর সুরভী পেট্রোল পাম্পের সামনে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে। এ সময় থ্রি-হুইলার ও অটোরিক্সা ভাংচুরসহ মহাসড়কে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের ধাওয়া করে। তখন তারা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এ ঘটনায় মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার এসআই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলা করে।

থানার এসআই নুরুল আলম তালুকদার ২০১৪ সালের ৩১ অক্টোবর ১২৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেয়। স্বাক্ষীদের সাক্ষ্যে আসামীদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমান না হওয়ায় সকলকে খালাস দেয়া হয়েছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *