শিরোনাম

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হলেন আবু সাঈদ

Views: 17

চন্দ্রদ্বীপ ডেস্ক :: রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের ছাত্র ছিলেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। পুলিশের গুলিতে নিহত হওয়ার মাত্র চার দিন আগে তিনি এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

১৪ অক্টোবর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) থেকে প্রকাশিত ফলাফলে আবু সাঈদ উত্তীর্ণ হওয়ার খবর পাওয়া যায়। তার পরীক্ষার রোল নম্বর ছিল ২০১২৫৬২৯৭। তিনি বাংলা ও ইংরেজি বিভাগে শিক্ষক হিসেবে উত্তীর্ণ হন।

আবু সাঈদ ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের ১ নং গেটের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন। তার সহযোদ্ধা শামসুর রহমান সুমন বলেন, “এই ফলাফলই প্রমাণ করে যে আবু সাঈদ ছিলেন এক মেধাবী ছাত্র। তার স্বপ্ন ছিল পরিবারে আর্থিক টানাপোড়েন দূর করা, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।”

সাঈদের ছোট বোন সুমি খাতুন বলেন, “আমার ভাই মেধাবী ছিল, সন্ত্রাসী নয়। চাকরির প্রথম পরীক্ষায়ই উত্তীর্ণ হয়েছে। আমি ভাইয়ের জন্য বিচার চাই।”

বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শওকাত আলী বলেন, “আবু সাঈদ ছিলেন এক অসাধারণ মেধাবী ছাত্র। তিনি বৈষম্যের বিরুদ্ধে শহীদ হয়েছেন, তার স্বপ্ন পূরণে আমাদের কাজ করতে হবে।”

সাঈদের হত্যাকাণ্ডে তার বড় ভাই রমজান আলী ১৮ আগস্ট মামলা করেন, যেখানে ১৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। তবে মামলায় এখন পর্যন্ত মাত্র তিনজন পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *