বরিশাল অফিস :: স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত, জীবাণুমুক্ত থাকুন সবসময় এই মূল স্লোগানকে সামনে রেখে বরিশালে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১০ টার দিকে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বরিশাল এর যৌথ আয়োজনে এই অনুষ্ঠানটি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে জনগণকে অবহিত করার উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়।
সকালে,জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র্যালিতে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং সুধীজন অংশগ্রহণ করেন।
র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ ইমরান তরফদার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আখতারুজ্জামান এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রণজিৎ কুমার সরকার।
সভায় বক্তারা হাত ধোয়ার সঠিক পদ্ধতি, এর গুরুত্ব এবং স্বাস্থ্য সুরক্ষায় এর অপরিহার্যতা সম্পর্কে আলোচনা করেন। তারা বলেন, নিয়মিত হাত ধোয়ার মাধ্যমে ডায়রিয়া, নিউমোনিয়া, করোনা ভাইরাসসহ নানা সংক্রামক রোগ থেকে সুরক্ষা পাওয়া যায়। উপস্থিত অতিথিরা বিশ্ব হাত ধোয়া দিবসের তাৎপর্য তুলে ধরে সচেতনতার বার্তা প্রদান করেন।
অনুষ্ঠানের শেষে সেইন্ট বাংলাদেশের সহযোগিতায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করা হয়, যেখানে উপস্থিত সবাইকে হাত ধোয়ার বিভিন্ন ধাপ শেখানো হয়। বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপনের মাধ্যমে আয়োজকরা আশা প্রকাশ করেন, জনসাধারণের মধ্যে হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়বে এবং এর ফলে জনস্বাস্থ্যের উন্নতি ঘটবে।