বরিশাল অফিস :: হাতে দেখলে সাদাছড়ি, এগিয়ে আসলে সহয়তা করি স্লোগানকে সামনে রেখে বরগুনা জেলায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৪ পালিত হয়েছে। বরগুনা জেলা সমাজসেবার দিবসটির আয়োজন করে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল দশটায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোঃ জহিরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শুভ্রা দাস। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবার উপপরিচালক মোঃ সহিদুল ইসলাম।
আলোচনা সভা শেষে বরগুনা জেলা সমাজসেবার প্রতিবন্ধী ও সাহায্য কেন্দ্রের সহায়তায় দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে সাদাছড়ি বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।