পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকীতে বাল্যবিবাহের অপরাধে কনের বাবাসহ দু’জনকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৪ অক্টোবর) দুমকি উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন আলগী গ্রামের রুহুল আমিন সিকদার (৫৫) এবং তাসলিমা বেগম (৩০)। পুলিশের উপস্থিতি টের পেয়ে বরের পক্ষ পালিয়ে যায়।
নবম শ্রেণির ছাত্রী রুমানা আক্তারের বয়স গোপন করে বিয়ে দেওয়ার সময় স্থানীয়দের অভিযোগে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কনের বাবা ও একজন সহযোগীকে আটক করে। কনের বরের নাম মোঃ রিপন হাওলাদার এবং তার ঠিকানা পটুয়াখালী সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে। এ সময় পুলিশের সহযোগিতায় ইউএনও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পরে, তাদের সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।