শিরোনাম

বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধি চায় প্রধান উপদেষ্টা

Views: 14

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ আকৃষ্ট করার জন্য আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, তার সরকার সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধি এবং দেশের ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক্সিলারেট এনার্জির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন কোবোসের সাথে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এই কথা বলেন।

এ সময় স্টিভেন কোবোস অধ্যাপক ইউনূসকে স্বাগত জানিয়ে বলেন, তার নেতৃত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশে আমেরিকান কোম্পানিগুলোর আগ্রহ বৃদ্ধি পেয়েছে। তিনি জানান, ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সদস্যসহ বেশ কয়েকটি শীর্ষ মার্কিন কোম্পানি বাংলাদেশের ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে উচ্ছ্বসিত।

স্টিভেন কোবোস আরও বলেন, এক্সিলারেট এনার্জি বাংলাদেশে জ্বালানি খাতে এবং ডিকার্বোনাইজেশনে আরও বিনিয়োগের পরিকল্পনা করছে। কোম্পানিটি বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহ বাড়ানোর লক্ষ্যে কাজ করছে।

বর্তমানে এক্সিলারেটের বাংলাদেশে দুটি অফশোর ভাসমান স্টোরেজ এবং রিগ্যাসিফিকেশন ইউনিট রয়েছে, যা দৈনিক গ্যাস সরবরাহের প্রায় ৩৪ শতাংশ যোগান দেয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, যিনি সম্প্রতি এক্সিলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা হিসেবে যোগদান করেছেন। এছাড়া কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ডেরেক ওং, র‌্যামন ওয়াংডি এবং কান্ট্রি ম্যানেজার হাবিব ভূঁইয়া উপস্থিত ছিলেন।

বৈঠকের অন্যান্য অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক প্রধান লামিয়া মোরশেদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী এবং জ্বালানি সচিব সাইফুল ইসলাম।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *