শিরোনাম

বরিশাল বোর্ডে পাসের হারে দ্বিতীয় ভোলা

Views: 17

বরিশাল অফিস :: এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডের পাসের হার অনুযায়ী দ্বিতীয় স্থান অর্জন করেছে ভোলা জেলা। এ জেলায় মোট পাসের হার ৮৪.৩৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৭২০ জন ছাত্র-ছাত্রী।

ভোলা জেলা শিক্ষা অফিসার কার্যালয়ের তথ্য মতে, ভোলার সাত উপজেলার ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানের থেকে ১০ হাজার ৯৭৯ জন শিক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৯ হাজার ২৬২ জন ছাত্র-ছাত্রী।

পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থীদের মধ্যে ৬ হাজার ৬ জন ছাত্র ও ৪ হাজার ৯৭৩ জন ছাত্রী। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৮১০ জন ছাত্র ও ৪ হাজার ৪৫২ জন ছাত্রী।

আরও জানা গেছে, ভোলা জেলায় মোট জিপিএ-৫ পাওয়া ৭২০ জন শিক্ষার্থীর মধ্যে ২৫৯ জন ছাত্র ও ৪৬১ জন ছাত্রী।

ভোলা জেলায় মোট পাসের হার ৮৪.৩৬ শতাংশ। পাসের হারে বরিশাল শিক্ষা বোর্ডের অবস্থান ভোলা জেলায় দ্বিতীয়। এসব তথ্য জানিয়েছেন ভোলা জেলা শিক্ষা কর্মকর্তা দীপক হালদার।

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *