শিরোনাম

নগরে নতুন নতুন অটোরিকশা: কারখানা বন্ধে ওসিদের নির্দেশ

Views: 16

চন্দ্রদ্বীপ নিউজ :: মহানগর এলাকায় যানজট নিরসনে অবৈধ যানবাহন চলাচল রোধে গুরুত্ব দিচ্ছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

এরই মধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম ট্রাফিক বিভাগকে রেজিস্ট্রেশনহীন মোটরসাইকেল ও সিটি করপোরেশনের অনুমোদন (টোকেন) ছাড়া হলুদ অটোরিকশার বিরুদ্ধে জরিমানা করাসহ আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সদর দপ্তরের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় শেষে তিনি এ নির্দেশনা দেন।

কমিশনার মো. শফিকুল ইসলাম সড়কে যত্রতত্র যানবাহন পার্কিং করা হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

পাশাপাশি কারখানায় ব্যাটারিচালিত অটোরিকশা তৈরির কার্যক্রম বন্ধের জন্য মেট্রোপলিটনের চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।

বরিশাল নগরে রেজিস্ট্রেশন ছাড়া মোটরসাইকেল, হলুদ অটোরিকশা, সিএনজি, ব্যাটারিচালিত রিকশাসহ বিভিন্ন যানবাহনের চলাচল অনিয়ন্ত্রিত হয়ে পড়ায় যানজট দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

সদররোড ও গির্জামহল্লা এলাকার সড়কে মোটরসাইকেল পার্কিং, বিবির পুকুর পাড়, জেল খানার মোড়, কাকলীর মোড়, চৌমাথা এলাকায় সড়ক আটকে অবৈধ স্ট্যান্ড তৈরি করায় মূল সড়ক সরু হয়েও যানজটের সৃষ্টি হচ্ছে। সভায় এসব বিষয়েও আলোচনা করা হয়।
যা নিয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।
বরিশাল মেট্রোপলিটন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধনে রাতে পুলিশের মুভমেন্ট বৃদ্ধির কথা জানিয়ে পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমরা অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন ও মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা আরও জোরদার করতে যাচ্ছি। আপনাদের কাছে এ সংক্রান্ত কোনো তথ্য থাকলে দ্রুত আমাকে জানাবেন। আর আপনাদের দেওয়া তথ্য গোপন রাখার দায়িত্ব আমার। আমরা সবাই মিলে একটি সুন্দর বরিশাল গড়তে চাই।

এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভূঞা, উপ-পুলিশ কমিশনার (ট্র্যাফিক) এস এম তানভীর আরাফাত, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অবস) মো. রিয়াজ হোসেন, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহসহ পুলিশ ও সাংবাদিকবৃন্দ।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *