শিরোনাম

অভিনয় থেকে দূরে থাকার কারণ জানালেন ববিতা

Views: 18

চন্দ্রদ্বীপ ডেস্ক :: দীর্ঘ ১০ বছর ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন ঢালিউডের বর্ষীয়ান অভিনেত্রী চিত্রনায়িকা ববিতা। মনেপ্রাণে একজন অভিনয়শিল্পী হলেও, সম্প্রতি তিনি জানিয়েছেন কেন তিনি অভিনয় থেকে বিরত আছেন।

বর্তমানে কানাডায় অবস্থানরত ববিতা সংবাদমাধ্যমকে জানান, তিনি একটি মৌলিক কাহিনির অপেক্ষায় আছেন, যাতে মনপ্রাণ দিয়ে অভিনয় করতে পারেন। তিনি বলেন, “এদেশে সিনিয়র অভিজ্ঞ শিল্পীদের কাজে লাগানোর জন্য ইন্ডাস্ট্রি যথেষ্ট উদ্যোগী নয়। বাইরের দেশে কিংবদন্তি অভিনয় শিল্পীদের কেন্দ্র করে সিনেমার গল্প এগিয়ে যায়, কিন্তু আমাদের দেশে মৌলিক গল্প নিয়ে সিনেমা তৈরিতে নির্মাতারা কিছুটা ভয় পান।”

ববিতা জানান, “গত দশ বছরে অনেক নির্মাতাই আমাকে সিনেমার গল্প শুনিয়েছেন। তবে কোনো গল্পই আমার ভালো লাগেনি। আমি একেবারে নতুন ধরনের মৌলিক গল্প না পেলে অভিনয় করতে চাই না।”

তিনি আরও বলেন, “আমি এখনও এমন একটি গল্পের অপেক্ষায় আছি, যেখানে অভিনয়ের মাধ্যমে চরিত্রকে তুলে ধরার জন্য আমি মনপ্রাণ উজাড় করে কাজ করব।”

ববিতা বলেন, “আমি মনেপ্রাণে একজন চলচ্চিত্র অভিনয়শিল্পী, তাই সিনেমায় কাজ করার ইচ্ছা এখনও আমার আছে। কিন্তু আফসোস, গত দশ বছরে তেমন কোনো গল্প পাইনি। মন ছুঁয়ে যাওয়া গল্প একদিন হয়তো আসবে, তবে সে সময় কবে আসবে, তা জানি না।”

উল্লেখ্য, ২০১৫ সালে নারগিস আক্তার পরিচালিত ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমায় সর্বশেষ অভিনয় করেছিলেন ববিতা। এরপর তিনি ‘অশনি সংকেত’, ‘পোকামাকড়ের ঘরবসতি’, ‘গোলাপি এখন ট্রেনে’, ‘স্বরলিপি’-এর মতো অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন।

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *