চন্দ্রদ্বীপ ডেস্ক :: ভিন গ্রহের প্রাণীর অস্তিত্ব নিয়ে গবেষণার অংশ হিসেবে, নাসা এবার ইউরোপা ক্লিপার নামের একটি মহাকাশযান উৎক্ষেপণ করেছে। সোমবার (১৪ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে এই মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। ইউরোপা ক্লিপার সর্বকালের সবচেয়ে বড় গ্রহ অনুসন্ধান মহাকাশযান হিসেবে পরিচিত।
বিজ্ঞানীদের ধারণা, ইউরোপা উপগ্রহের বরফের নিচে বিশাল একটি লবণাক্ত মহাসাগর থাকতে পারে, যা প্রাণের অস্তিত্বের সম্ভাবনা জাগাচ্ছে। মহাকাশযানটি এই মহাসাগর এবং ইউরোপার বাসযোগ্যতা নিয়ে গভীরভাবে গবেষণা করবে।
নাসার মতে, প্রায় ছয় হাজার কেজি ওজনের এই মহাকাশযানটি ২০৩০ সালের এপ্রিল মাসে ইউরোপায় পৌঁছাবে এবং সেখানে ৫০ বার প্রদক্ষিণ করে ইউরোপার ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য, পানির প্রবাহ এবং তাপের উৎসগুলোর অবস্থান নির্ণয় করবে।