শিরোনাম

স্মার্টফোনের ফটোগ্যালারির জায়গা বাড়াবেন যেভাবে

Views: 20

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বর্তমানে স্মার্টফোনে ছবি ও ভিডিও দিয়ে মুহূর্তগুলো ধরে রাখার প্রবণতা বেড়েছে। তবে এর ফলে ফোনের স্টোরেজ দ্রুত পূর্ণ হয়ে যায় এবং ফোন হ্যাং করার সমস্যা দেখা দেয়। এ অবস্থায় কোন ছবি রাখা উচিত এবং কোনটি ডিলিট করা প্রয়োজন, তা নিয়ে সমস্যায় পড়েন অনেকেই। জেনে নিন কীভাবে সহজে স্মার্টফোনের ফটোগ্যালারির জায়গা বাড়াতে পারবেন:

১. **ফটো স্টোরেজ সফটওয়্যার ব্যবহার**: আইফোনের জন্য অ্যাপল ফটো এবং অ্যান্ড্রয়েডের জন্য গুগল ফটো ব্যবহার করে ছবি সুরক্ষিতভাবে সংরক্ষণ করা যায়। ফটো ক্লাউডে আপলোড করে মোবাইলের স্থান খালি করতে পারেন।

২. **অটো-ডাউনলোড বন্ধ করুন**: হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপ্রয়োজনীয় ছবি-ভিডিও ডাউনলোড বন্ধ করার জন্য ফোনের সেটিংসে গিয়ে ‘অটো-ডাউনলোড’ অপশনটি বন্ধ করুন।

৩. **অ্যালবাম তৈরি করুন**: বিভিন্ন অ্যাপ থেকে আসা ছবি ও ভিডিওগুলো আলাদা অ্যালবামে সাজিয়ে রাখুন। এতে অপ্রয়োজনীয় ছবি খুঁজে বের করা এবং ডিলিট করা সহজ হবে।

৪. **ফেভারিট অপশন ব্যবহার করুন**: প্রয়োজনীয় ছবি চিহ্নিত করতে ‘ফেভারিট’ অপশন ব্যবহার করুন এবং প্রয়োজন শেষ হলে ছবি ডিলিট করে দিন। মাসে একদিন সময় বের করে অপ্রয়োজনীয় ছবি ডিলিট করাও একটি কার্যকর উপায়।

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *