চন্দ্রদ্বীপ ডেস্ক :: আওয়ামী লীগের বিচারকদের পদত্যাগের দাবিতে আজ বুধবার (১৬ অক্টোবর) হাইকোর্ট ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম নিজেদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে তারা উল্লেখ করেন, “আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিচারকদের পদত্যাগের দাবিতে আজ সকাল ১১টায় হাইকোর্ট ঘেরাও করা হবে।” একই পোস্টে সারজিস আলম আরও লেখেন, “এই খুনি হাসিনার দালালদের কারনেই রাষ্ট্র সঠিকভাবে কাজ করতে পারছে না। এদের উৎখাত না করা পর্যন্ত দেশ এগোতে পারবে না।”
জানা গেছে, আজ সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে জড়ো হবেন আন্দোলনকারীরা, সেখান থেকে তারা হাইকোর্ট অভিমুখে যাত্রা করবেন।